ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্রিটিকস চয়েজ পুরস্কার পেলেন যারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৩০, ৫ জানুয়ারি ২০২৬
ক্রিটিকস চয়েজ পুরস্কার পেলেন যারা

ছবির কোলাজ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার বারকার হ্যাঙ্গারে বসেছিল ৩১তম ক্রিটিকস চয়েজ পুরস্কারের আসর। গতকাল রাতে অনুষ্ঠিত ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে বড় জয় পেয়েছে কয়েকটি চলচ্চিত্র।এবারের আসরে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পল টমাস অ্যান্ডারসন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চেলসি হ্যান্ডলার। চলুন জেনে নিই, উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন পুরস্কার—

চলচ্চিত্র
সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন

আরো পড়ুন:

সেরা অভিনেতা: টিমোথি শ্যালামে (মার্টি সুপ্রিম)
সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট)

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: জ্যাকব এলর্দি (ফ্র্যাঙ্কেনস্টাইন)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)

সেরা চিত্রগ্রহণ: অ্যাডোলফো ভেলোসো (ট্রেন ড্রিমস)
সেরা গান: গোল্ডেন (কে-পপ ডেমন হান্টার্স)

সেরা অ্যানিমেশন সিনেমা: কে-পপ ডেমন হান্টার্স
বেস্ট কমেডি: দ্য নেকেড গান
সেরা বিদেশি ভাষার সিনেমা: দ্য সিক্রেট এজেন্ট (ব্রাজিল)

টেলিভিশন
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট (এইচবিও)
সেরা অভিনেতা, ড্রামা সিরিজ: নোয়া ওয়াইলি (দ্য পিট)
সেরা অভিনেত্রী, ড্রামা সিরিজ: রিয়া সিহর্ন (প্লুরিবাস)

সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও (অ্যাপল টিভি)
সেরা অভিনেতা, কমেডি সিরিজ: শেঠ রোগান (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী, কমেডি সিরিজ: জিন স্মার্ট (হ্যাকস)

সেরা লিমিটেড সিরিজ: অ্যাডোলেসেন্স (নেটফ্লিক্স)
সেরা টক শো: জিমি কিমেল লাইভ! (এবিসি)

সেরা মৌলিক চিত্রনাট্য: রায়ান কুলগার (সিনার্স)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়