পরীমণি-চঞ্চলের ‘শাস্তি’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পরীমণি, চঞ্চল চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প ‘শাস্তি’ অবলম্বনে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক লিসা গাজী। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী ও পরীমণি। সোমবার (১৯ জানুয়ারি) সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতা।
পরিচালক লিসা গাজী বলেন, “রবীন্দ্রনাথের গল্প নিয়ে সিনেমাটি হচ্ছে। চঞ্চল চৌধুরী ও পরীমণির পাশাপাশি আরো বেশ কয়েকজন শিল্পী এতে অভিনয় করবেন। আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।”
গত দেড় বছর রাজনৈতিক বাস্তবতায় খানিকটা চাপের মধ্য দিয়ে গেলেও কাজের ক্ষেত্রে চঞ্চল চৌধুরীর ব্যস্ততা কমেনি। বর্তমানে তিনি তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ এবং রেদওয়ান রনির ‘দম’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। এর আগে ‘উৎসব’ সিনেমায় নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি।
অন্যদিকে, পরীমণির ক্ষেত্রে চিত্রটা কিছুটা ভিন্ন। ব্যক্তিগত কারণে দীর্ঘ সময় ধরে তার সিনেমার কাজে খানিকটা ছন্দপতনে রয়েছে। এর মধ্যেই ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং শেষ হলেও মুক্তি নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে ২০০৪ সালে নন্দিত নির্মাতা চাষী নজরুল ইসলাম একই গল্প অবলম্বনে ‘শাস্তি’ সিনেমা নির্মাণ করেন। সে সময় সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন রিয়াজ ও পূর্ণিমা।
ঢাকা/রাহাত/শান্ত