ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেতা ব্রুস লিয়ং মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ২০ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:১৫, ২০ জানুয়ারি ২০২৬
অভিনেতা ব্রুস লিয়ং মারা গেছেন

ব্রুস লিয়ং

চীনের প্রখ্যাত অভিনেতা ব্রুস লিয়ং মারা গেছেন। গত ১৪ জানুয়ারি হংকংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর। হংকংভিত্তিক গণমাধ্যম আউটলেটের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম আউটলেট সিএনএ।  

অভিনেতার বন্ধুর বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৪ জানুয়ারি অজ্ঞাত কারণে মারা যান ব্রুস লিয়ং। তার পরিবার এখন শেষকৃত্যের আয়োজন করছে। প্রিয় অভিনেতার শেষ বিদায়ের অনুষ্ঠান হবে আগামী ২৬ জানুয়ারি চীনের শেনঝেন শহরের লংগাং জেলায়। 

আরো পড়ুন:

শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন ব্রুসের অনেক সহকর্মী। এর মধ্যে অন্যতম বরেণ্য অভিনেতা জ্যাকি চ্যান। এ অভিনেতা ব্রুসের মৃত্যু মানতে পারছেন না। তার ভাষায়—“এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারিনি, আর করতে চাই-ও না।” 

ব্রুস লিয়ংকে শ্রদ্ধা জানিয়ে জ্যাকি চ্যান লেখেন, “তিনি সবসময়ই একজন কুংফু মাস্টার ছিলেন, ঐতিহ্যবাহী বহু মার্শাল আর্টে পারদর্শী ছিলেন, প্রতিটিতে নিজের স্বতন্ত্র স্টাইল প্রকাশ করতে পারতেন। আজীবন যা শিখেছেন, তার সবকিছুই চলচ্চিত্র ও টেলিভিশনে প্রয়োগ করেছেন তিনি। ফলে তিনি একজন অসাধারণ অ্যাকশন পরিচালক হয়ে উঠেছিলেন; একই সঙ্গে একজন অভিনেতা হিসেবেও অসংখ্য ক্ল্যাসিক চরিত্রকে প্রাণ দিয়েছেন, যেগুলো দর্শকদের কাছে ভীষণ প্রিয় এবং আমাদের মতো সহকর্মীদের কাছেও অত্যন্ত প্রশংসিত।” 

এ পোস্টের শেষে জ্যাকি চ্যান লেখেন, “ভাই লিয়ং, বেইজিংয়ে তুষারপাত হচ্ছে। আকাশটা খুব বিষণ্ন, আর আমি তোমার কথা ভাবছি।” 

১৯৪৮ সালের ২৮ এপ্রিল ব্রিটিশ হংকংয়ে জন্মগ্রহণ করেন ব্রুস লিয়ং। এ অভিনেতা মার্শাল আর্টের তালিম নেন তার বাবার কাছ থেকে। ১৯৭১ সালে ‘দি ইনভিন্সিবল এইট’ সিনেমায় প্রথম অভিনয় করেন ব্রুস লিয়ং। সত্তর ও আশির দশকে মার্শাল আর্ট ঘরানার অনেক সিনেমায় অভিনয় করেন তিনি।  

পশ্চিমা দর্শকদের কাছে ব্রুস লিয়ংয়ের সবচেয়ে জনপ্রিয় কাজগুলোর মধ্যে অন্যতম ‘দ্য ট্যাটো কানেশন’। এতে তাকে অল্প সময়ের জন্য পর্দায় দেখা যায়, তবে অ্যাকশন দৃশ্যগুলোর কোরিওগ্রাফি করেছিলেন এই অভিনেতা। তাছাড়া ‘ম্যাগনিফিসেন্ট বডিগার্ডস’ ও ‘দ্য ড্রাগন লাইভস’ সিনেমার জন্য খ্যাতি কুড়ান ব্রুস লিয়ং।  

‘ম্যাগনিফিসেন্ট বডিগার্ডস’ সিনেমায় ব্রুসের সহশিল্পী ছিলেন জ্যাকি চ্যান। আর ‘দ্য ড্রাগন লাইভস’ সিনেমায় ব্রুস লির চরিত্রে অভিনয় করেন ব্রুস লিয়ং। ২০০৪ সালে স্টিফেন চৌ নির্মিত কমেডি ঘরানার ‘কুংফু হাসল’ সিনেমায় অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়