ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বইমেলায় ‘বজলু জানে লাশের পরিচয়’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় ‘বজলু জানে লাশের পরিচয়’

‘বজলু জানে লাশের পরিচয়’। নামটিই চমকে দেয়ার মতো। গল্পগুলোও তাই। বইটির লেখক তরুণ কথাসাহিত্যিক হাবিবুল্লাহ ফাহাদ।

বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড। অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) ১৯ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।

‘বজলু জানে লাশের পরিচয়’ লেখকের তৃতীয় গল্পগ্রন্থ। বইটিতে রয়েছে ১২টি গল্প। প্রতিটি গল্পের বিষয়ে বৈচিত্র্য রয়েছে। গল্পের শরীরে উঠে এসেছে সমকালীন প্রেক্ষাপট, সমাজ, বাস্তবতা আর জীবনের অলৌকিক সব টানাপড়েন। আছে যুদ্ধদিনের পটভূমিতে লেখা আখ্যানও।

বইটিতে গল্পগুলো হচ্ছে- কৃষ্ণপক্ষে যাত্রা, বজলু জানে লাশের পরিচয়, ময়েন গাছি, নিরুদ্দেশ, কাঁটা, একটি অচীন গাছের উপকথা, কবিরাও অবসরে যান, সালিশ, অপেক্ষা, ত্রপার জন্য, বল্লা চেনার উপায়, আয়না।

প্রতিটি গল্পের আলাদা বৈশিষ্ট্য পাঠককে দেবে তৃপ্তিময় পাঠের উপলব্ধি। যেখানে পাঠক খুঁজে পাবেন তার নিজের অব্যক্ত কথা, জীবনের সরল-গরল পাঠ।

বইটি সম্পর্কে লেখক হাবিবুল্লাহ ফাহাদ রাইজিংবিডিকে বলেন, ‘গল্পগুলো বিগত দুই বছরে লেখা। সমসাময়িক ঘটনাপ্রবাহ যেমন গল্পের উপাত্ত হয়েছে, তেমনি অতীতের সঙ্গেও একটা নিবিড় সেতু গড়ার চেষ্টা করেছি। আগের দুটি গল্পের বই থেকে এই বইটি আঙ্গিকেও বেশ আলাদা। আশা করি পাঠকের ভালো লাগবে।’         

বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী গৌতম ঘোষ। দাম ২৫০ টাকা।


ঢাকা/ফিরোজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়