ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্র্যাজুয়েশন নিয়ে আক্ষেপ সোনমের

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্র্যাজুয়েশন নিয়ে আক্ষেপ সোনমের

সোনম কাপুর

বিনোদন ডেস্ক : বলিউডে দ্রুত জনপ্রিয়তা পাওয়া নায়িকাদের মধ্যে অন্যতম অনিল কাপুর কন্য সোনম কাপুর। এই নায়িকা বড় একটি আক্ষেপ হচ্ছে, গ্র্যাজুয়েশন শেষ করতে না পারাটা।

 

২৯ বছর বয়সি সোনম কাপুর একের পর এক সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করে চললেও তার নিজের মনে পীড়া দিচ্ছে গ্র্যাজুয়েশনের শূন্যতা। সোনমের শিক্ষাগত যোগ্যতা থমকে আছে সেই ক্লাস টুয়েলভেই। তিনি জানিয়েছেন, তার জীবনের এ এক বড় আক্ষেপ।

 

সঞ্জয় লীলা বনশালির সাবেরিয়া  সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয়ের জগতে পা রাখেন সোনম। এরপর এখন পর্যন্ত অভিনয় করে চলেছেন পড়াশোনার আপেক্ষটাকে সঙ্গী করেই। তবে বর্তমানে সোনম নিজেই মনে করছেন, বেশ তাড়াতাড়ি তিনি চলে এসেছিলেন এই জগতে।

 

সোনমের মতে, আরো বছর চারেক তার অপেক্ষা করা উচিত ছিল। তা যদি হতো তাহলে গ্র্যাজুয়েট হয়েই বলিউডে পা রাখতে পারতেন তিনি। তবে তা আর সম্ভব হয়নি। আর তাই ক্লাস টুয়েলভের বিদ্যা নিয়েই থাকতে হয়েছে তাকে। তবে এবার তিনি মত বদলেছেন। ঠিক করেছেন, এ বছরই গ্র্যাজুয়েটের জন্য ফরম ফিলাপ করবেন এবং গ্র্যাজুয়েশন সম্পন্ন করবেন।

 

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ডিজাইনিং নিয়েও ব্যাপক আগ্রহ সোনমের। খুব দ্রুত বোনকে নিয়ে একটি ফ্যাশন স্টোরও খুলতে চান। বর্তমানে সালমান খানের সঙ্গে প্রেম রতন ধন পায়ো সিনেমার শুটিং করছেন তিনি। এ বছর কাজের পাশাপাশি পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়াই সোনমের ইচ্ছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়