ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সন্তানকে বিয়ের আবেদন নিয়ে আদালতে মা-বাবা

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১৫ এপ্রিল ২০২১   আপডেট: ১২:০৬, ১৫ এপ্রিল ২০২১
সন্তানকে বিয়ের আবেদন নিয়ে আদালতে মা-বাবা

বিয়ে একটি সামাজিক রীতি। একটি নির্দিষ্ট বয়সের পর সন্তানদের বিয়ে দেন মা-বাবা। কিন্তু সম্প্রতি নিউ ইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতে একটি বিয়ের আবেদন রীতিমতো হইচই ফেলে দিয়েছে।

চলতি মাসের শুরুতে এই আদালতে একটি বিয়ের আবেদন জমা হয়। কিন্তু এই আবেদন দেখে সবাই অবাক! নিজের সন্তানকেই বিয়ের আবেদন করেছেন এক দম্পতি। নিউ ইয়র্ক পোস্ট এই তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

যদিও আবেদনকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। এমনকি সান্তানের বয়সও উল্লেখ নেই। আবেদনপত্রে তারা জানিয়েছেন, মার্কিন মুলুকে এই ধরনের বিয়ের নিয়ম নেই। কিন্তু বিশেষ কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। মা কিংবা বাবা তার মেয়ে কিংবা ছেলেকে বিয়ে করবেন।

জানা গেছে, নিজের সন্তানকে বিয়ে করার আবেদন এবারই প্রথম। এছাড়া নিউ ইয়র্কের আইন অনুযায়ী, এমন সম্পর্ক আইন বিরোধী। এজন্য আবেদনকারীর চার বছরের জেল পর্যন্ত হতে পারে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়