চট্টগ্রাম মেডিকেলে আন্দোলন, রোগীদের দুর্ভোগ
রেজাউল || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম, ২ মার্চ : চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণাকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে চিকিৎসক ও কর্মচারীদের আন্দোলনে হাসপাতালের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে।
দূর দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীরাও জরুরি মুহুর্তে চিকিৎসক-কর্মচারীদের সেবা পাচ্ছে না।
রোববার দুপুরের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার প্রতিবাদে হাসপাতালের প্রধান ফটকের সামনে সম্মিলিত সংগ্রাম পরিষদের ব্যানারে মিছিল বের করে নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
এর কিছুক্ষণ পর একই স্থানে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে এবং ঘোষণার পক্ষে মিছিল বের করে হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা। এসময় উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ এসে উভয়পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে চিকিৎসক ও শিক্ষার্থীরা। হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করে নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
এদিকে পাল্টাপাল্টি কর্মসূচিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
রাইজিংবিডি / রেজাউল / রিশিত
রাইজিংবিডি.কম