Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৩ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৭ ১৪২৮ ||  ১৫ রবিউল আউয়াল ১৪৪৩

রাইস কুকারের সঙ্গে বিয়ে!

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ১ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:৫২, ১ অক্টোবর ২০২১
রাইস কুকারের সঙ্গে বিয়ে!

রাইস কুকারের সঙ্গে বিবাহবদ্ধনে আবদ্ধ হয়েছেন এক ব্যক্তি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভাইরাল হওয়া পোস্টে দেখা যায়, বিয়ের আগে প্রিয় রাইস কুকারটিকে কনের সাজে সাজিয়েছেন সেই ব্যক্তি। এরপর প্রথা ও আইন মেনে বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করছেন। ভাইরাল হওয়া সেই পোস্টে তাকে রাইস কুকারটিকে চুমুও খেতে দেখা গেছে। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ‘সাদা, চুপচাপ, রান্নায় পারদর্শী, স্বপ্নের মতো।’

কাহিরোল আনাম নামের এই ইন্দোনেশিয়ান ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই অদ্ভুত বিয়ের খবরটি জানিয়েছেন। তার দাবি, গত ২০ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাদা, চুপচাপ, পারফেক্ট। খুব বেশি কথা বলে না, রান্নায় ভালো, স্বপ্ন সত্যি হলো। তোমাকে ছাড়া আমার ভাত রান্না হয় না।’

নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল জাগিয়েছে এই বিয়ে। একজন পোস্টের নিচে মন্তব্য করেছেন, ‘আমার এয়ার ফ্রাইয়ারকে বিয়ের কথা ভাবছি।’ অপর একজন লিখেছেন, ‘এটা সত্যিই অসাধারণ।’ অন্যদিকে, বিস্ময় নিয়ে একজন প্রশ্ন করেছেন, ‘এই ব্যক্তি কি রাইস কুকারকে বিয়ে করেছেন?’

তবে এই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। চারদিন পরেই ডিভোর্সের ঘোষণা দেন আনাম। কারণ হিসেবে তিনি জানান, ভাত চমৎকার হলেও অন্য পদের রান্নায় পারদর্শী না এই রাইস কুকার।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়