ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেড়াতে গিয়ে ৩৮ কোটি টাকার লটারি জিতলেন এক পর্যটক

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২৭ এপ্রিল ২০২৫   আপডেট: ১৫:৩৩, ২৭ এপ্রিল ২০২৫
বেড়াতে গিয়ে ৩৮ কোটি টাকার লটারি জিতলেন এক পর্যটক

ছবি: সংগৃহীত

ভ্রমণে বের হলে হাতে পর্যাপ্ত টাকা রাখতে হয়। সাধ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হয় ভ্রমণের জন্য স্থান নির্বাচন। তারপরে নতুন স্থান আর মানুষ দেখার আনন্দে নিয়ে ঘরে ফেরা যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেড়াতে গিয়েছিলেন এক পর্যটক। তিনি উইলিস টাওয়ারের স্কাই ডেক দেখেছেন। ঘুরে বেড়ানোর এই সময়ে তিনি নর্থ কাম্বারল্যান্ড অ্যাভিনিউয়ের একটি দোকানে ঢুকে দেখেন, স্থানীয় ফাস্টপ্লে আল্টিমেট ডায়মন্ড জ্যাকপট টিকিট বিক্রি হচ্ছে। নিজের ভাগ্য যাচাই করতে তিনি একটি টিকিট কিনে ফেলেন।

হোটেলে ফিরে লাটারির ফলাফল দেখেন। প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না, কারণ লটারিটা তিনিই জিনেছেন আর পুরস্কারের অঙ্কও বেশ বড়। একটি লটারি কিনে তিনি জিতে নিয়েছেন ৩১ লাখ ৮৮ হাজার ১০৪ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩৮ কোটি ৭৩ লাখ টাকার বেশি!

দিনের বর্ণনায় লটারিজয়ী ওই ব্যক্তি নিজের নাম ট্রাভেলিং ট্রেজার বলে পরিচয় দিয়েছেন। তিনি লটারি জয়ের মুহূর্ত সম্পর্কে বলেন, ‘‘ওই মুহূর্তে আমি একই সঙ্গে হতবাক এবং বিস্মিত হয়েছিলাম। আমি নড়তে পারছিলাম না।’’

পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন, সে পরিকল্পনাও করে ফেলেছেন ট্রাভেলিং ট্রেজার। একটি বাড়ি কেনার স্বপ্ন দেখছেন তিনি।

তথ্যসূত্র: ইউপিআই

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়