ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মন্দির থেকে ছয়টি মূর্তি চুরি

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ১৬ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মন্দির থেকে ছয়টি মূর্তি চুরি

রাজশাহী জেলার মানচিত্র

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী শ্রীশ্রী দিগম্বর জৈন ঠাকুর মন্দির বাড়ি ইসকন মন্দিরে বুধবার দুপুরে রহস্যজনক ভাবে মন্দিরের ছয়টি মূর্তি চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ছয়টি মূর্তির আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এ বিষয়ে বোয়ালিয়া থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ইসকন মন্দিরের সভাপতি রামেশ্বর গৌড় দাস।

 

জানা যায়, মহানগরীর রেশমপট্টি এলাকায় অবস্থিত শ্রীশ্রী দিগম্বর জৈন ঠাকুর মন্দির ইসকন মন্দিরে বুধবার দুপুরে ইসকন মন্দিরের প্রেসিডেন্ট রামেশ্বর গৌড় দাস মন্দিরে বিশ্রাম করছিলেন। বিশ্রাম শেষে মন্দিরে এসে দেখে মন্দিরের ভেতরে টেবিলের ওপরে রাখা পিতলের দুটি রাধা ও কৃষ্ণ বিগ্রহ, দুটি গৌর নিতাই, একটি র্নিরসিংঘ দেব, একটি গোপাল মূর্তি নাই। পরে ইসকন মন্দিরের উপদেষ্টাসহ মন্দিরের কর্তৃপক্ষকে জানিয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।

 

অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার দুপুর একটার সময় আরএমপির উপপুলিশ কমিশনার (এডিসি) আতিকুর রহমান মিঞা, রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম এবং ওসি ডিবি জাহিদুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

 

মন্দিরে চুরির বিষয়ে ইসকন মন্দিরের সভাপতি রামেশ্বর গৌড় দাস জানান, তিনি দিনাজপুর খানসামা এলাকার নরেন্দ্রনাথ রায়ের ছেলে। তিনি দীর্ঘ ১১ বছর ধরে রাজশাহীতে বসবাস করছেন এবং ইসকন মন্দিরে  আট বছর থেকে আছেন। এর আগে মন্দিরের একটি ভ্যান, ভক্তদের দুটি সাইকেল ও অসখ্য জুতা সেন্ডেল ইসকন মন্দির থেকে চুরি হয়েছিল। মন্দিরে এমন মূর্তি চুরি এই প্রথম হয়েছে। মূর্তি চুরির সময় পুরহীত পুজারি প্রভু শ্রী নন্দ দাস ও রাধুনি জনার্ধন দাস মন্দিরে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

 

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, মন্দিরে চুরির ঘটনা খুবই দুঃখজনক। পুলিশ মূর্তিগুলো উদ্ধারে অভিযানে নেমেছে।

 

 

রাইজিংবিডি/রাজশাহী/১৬ জানুয়ারি ২০১৫/তানজিমুল হক/রণজিৎ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়