মধ্য রাতের ক্যান্ডি ফ্লক্স ফুল
হুরণ আজাদী || রাইজিংবিডি.কম
হুরণ আজাদী : রাতে ফোটা ফুল যে কত অসাধারন সুন্দর, স্নিগ্ধ ও সুগন্ধে পরিপূর্ণ হতে পারে `মিডনাইট ক্যান্ডি ফ্লক্স ফুল` না দেখলে সেটা অগোচরেই থেকে যেত। সন্ধ্যার আবছায়া আলোতে ফুল দেখে মনে হয়, আকাশের মিটি মিটি জ্বলা তারা গুলো যেন তাদের সোনালী পোশাক বদলে, শাদা আর মেরুন রঙের পোশাকে বাগানে নেমে এসেছে। অদ্ভুত সুন্দর লাগে সে দৃশ্য। জ্যোৎস্না রাতে চাঁদের আলোর ছটা যখন ওদের গায়ে এসে পড়ে, তখন ওদের মায়াবী রূপ মুগ্ধতায় ভরিয়ে দেয়।
মিডনাইট ক্যান্ডি ফ্লক্স ফুলের আদি নিবাস দক্ষিণ আফ্রিকা। Zaluzianskya গনের এই গাছ প্রায় ষাট প্রজাতির আছে বলে ধারনা করা হয়। এদের কিছু প্রজাতির গাছ বর্ষজীবী এবং কিছু প্রজাতির গাছ বহুবর্ষজীবী হয়ে থাকে। Capensis প্রজাতির এই ফুলের এক প্রজাতির গাছ Aluzianskya Capensis রাতে ফোটা ফুল `Midnight Candy Phlox` নামে পরিচিত। এরা Scrophulariaceae পরিবারের সদস্য।
রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৬/হাসনাত/শাহনেওয়াজ
রাইজিংবিডি.কম