বোকা ডাকাতের কাণ্ড (ভিডিও)
সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম
ইন্টারনেটে ভাইরাল হয়েছে এক বোকা ডাকাতের ভিডিও। ডাকাতের কাণ্ডে হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। কী করেছেন তিনি?
এটিএম বুথ থেকে টাকা লুট করতে গিয়ে ওই ডাকাত এতটাই নার্ভাস হয়ে পড়েছিলেন যে, বুথ থেকে বাইরে বের হওয়ার দরজা খোলার নিয়ম ভুলে গিয়েছিলেন। এ কারণে টাকা লুট তো দূরের কথা শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে তাকে।
এমন ঘটনা ঘটেছে চীনের শ্যানডং শহরের একটি এটিএম বুথে। চিনের সংবাদসংস্থা সাংহাইস্টের খবরে বলা হয়েছে, ডাকাতটি এটিএম বুথে প্রবেশের পর হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে। আর তাতেই চমকে উঠে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় সে। টাকা সংগ্রহ করা বাদ দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে সে। এটিএম মেশিন থেকে সরে এসে আপ্রাণ চেষ্টা চালাতে থাকে দরজা খোলার। কিন্তু ভয়ে এতোটাই নার্ভাস ছিল সে, দরজা খোলার নিয়মে তালগোল পাকিয়ে ফেলে।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দরজায় লাথি মেরে, নানা ভাবে দরজার হাতল ঘুরিয়েও দরজা খুলতে ব্যর্থ হয় ওই ডাকাত। এরপর এটিএম-এর এক কোণা থেকে স্টিলের একটা জিনিস তুলে দরজায় আঘাত করতে থাকে। তাতেও কাজ না হওয়ায় এটিএম মেশিনের উপরেই আঘাত করতে শুরু করে। ফলে চালু হয়ে যায় এটিএম-এর অ্যালার্ম। তখন আর কষ্ট করে পালানোর দরজা তাকে নিজে হাতে খুলতে হয়নি। পুলিশ এসে এটিএম বুথের দরজা খুলে তাকে উদ্ধার করে। বলাবাহুল্য এরপর সোজা শ্রীঘর।
তবে এমন ব্যর্থ ডাকাতির চেষ্টায় নেটিজেনদের আনন্দ পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত সেপ্টেম্বর মাসে এক ভিডিওতে দেখা গিয়েছিল, এক ডাকাত উত্তেজনায় তার বন্দুক ফেলে দিয়েছিল। শুধু তাই নয়, দৌঁড়ে পালানোর সময় তার প্যান্টও খুলে গিয়েছিল।
ঢাকা/তারা
রাইজিংবিডি.কম