ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মৎস্য উৎপাদনে স্বর্ণপদক পেল সাভানা ফার্ম 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ২৪ জুলাই ২০২২  
মৎস্য উৎপাদনে স্বর্ণপদক পেল সাভানা ফার্ম 

মৎস্য উৎপাদন স্বাদু পানির মাছ, সিবাস, মিল্ক ফিস, অপ্রচলিত মৎস্য, মেরিকালচারের ক্ষেত্রে গোপালগঞ্জের সাভানা ফার্ম প্রোডাক্টস স্বর্ণপদক অর্জন করেছে। 

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফারহীন রিশতা বিনতে বেনজীর এ পুরস্কার গ্রহণ করেন। 

রিশতা বিনতে বেনজীর ২০২১ সালে তার খামারে ৫.২৬ হেক্টর জলায়তন বিশিষ্ট ১৫টি পুকুরে রুই জাতীয় মাছের মিশ্রচাষ, পাবদা ও অন্যান্য মাছের চাষ করে ১৫৪.৩৮ মে.টন মাছ উৎপাদন করেন। 

উল্লেখ্য, ১৩টি পুকুরে রুই জাতীয় মাছের মিশ্রচাষ এবং ২টি পুকুরে আধুনিক বটম ক্লিন রেসওয়ে পদ্ধতিতে পাবদা ও অন্যান্য মাছের চাষ করেছেন।

খামারটিতে হেক্টর প্রতি গড়ে ২৯.৩৫ মে.টন মাছ উৎপাদিত হয়। এর মধ্যে রুই জাতীয় মাছের হেক্টর প্রতি উৎপাদন ১৮.০১ মে. টন, যা দেশের মৎস্যচাষিদের জন্য অনুসরণীয়। মূল্যায়ন বছরে খামারটিতে ১৮৪.১০ লাখ টাকা বিনিয়োগ করে বছরে ৩৪০.৬৩ লাখ টাকা আয় হয়। 

খামারটিতে মৎস্য বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত ১ জনসহ ২০ জন জনবলের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। উত্তম মাছ চাষ অনুশীলন ও খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে মৎস্য উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে অনন্য অবদান রাখায় সরকার খামারটিকে জাতীয় মৎস্য পদক ২০২২ এ স্বর্ণপদক ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করে।

ঢাকা/মাকসুদ/এনএইচ 

সর্বশেষ

পাঠকপ্রিয়