ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ ‘বিশ্ব কবিতা দিবস’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২১ মার্চ ২০২৫  
আজ ‘বিশ্ব কবিতা দিবস’

‘বিশ্ব কবিতা দিবস’ আজ। ২১ মার্চ তারিখটিকে ১৯৯৯ সালে ইউনেস্কো বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটি পালনের উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। 

ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।

কবিতাকে বলা হয়, সাহিত্যের অনেক শাখা-প্রশাখার সবচেয়ে আদিম যে পর্ব, সেটিই হলো কবিতা। কবিতা মানুষের জীবন এবং তার পরিবেশের সাথে একাত্মভাবে জড়িত। 

রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণনায়- কবিত্ব হলো নিজের প্রাণের মধ্যে পরের প্রাণের মধ্যে ও প্রকৃতির মধ্যে প্রবেশ করার ক্ষমতা, কবি নিজের কল্পনা দিয়ে শব্দের ওপর শব্দ সাজিয়ে এক অপরূপ মায়ার জগৎ তুলে ধরেন।

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষ্য- জনগণকে জাগিয়ে তোলার অস্ত্রই হলো কবিতা।

সাহিত্যের সঙ্গে যারা পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছেন, তাদের সিংহভাগই হচ্ছেন কবি। রবার্ট ফ্রস্ট বলেছেন, ‘আবেগ যখন ভাবনা খুঁজে পায় আর ভাবনা যখন খুঁজে পায় শব্দ, তখন জন্ম নেয় কবিতা।’
 
কবিতা আসলে কী, সহজ করে বলা যায় কবি শহীদ কাদরির উদ্ধৃতি থেকে। তিনি বলেছেন, পুরোনো কিছুকে নতুন কোনো রূপে দেখা। উদাহরণস্বরূপ বলা যায় চাঁদের কথা। অনেক কবি চাঁদকে দেখেছেন প্রিয়তমার মুখ হিসেবে, সুকান্তের কাছে চাঁদ ঝলসানো রুটি।
 
আসলে কবিতা বিচিত্র শব্দের সম্ভার। যা কোনো না কোনো ভাবে পাঠক মনে রেখাপাত করে আলাদা দ্যোতনার সৃষ্টি করে। এজন্যই কবিতা দীর্ঘজীবী হয় আপন মহিমায়।

ঢাকা/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়