ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২৩  
খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর

হাসপাতালে খালেদা জিয়া (ফাইল ফটো)

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে রোববার দিবাগত রাত দেড়টায় কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার রাতে মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করতে বৈঠকে বসে। বোর্ডের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।

প্রসঙ্গত, মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভার ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন।

মেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়