করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামেই আক্রান্ত হয়েছে ১৩ জন। এ নিয়ে চলতি বছরে মোট ৫১৮ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হলো।
বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯টি নমুনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার চার দশমিক ৬১ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৬৩ জন।
এছাড়া চলতি বছরে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্তদের মধ্যে চট্টগ্রামের ১৩ জন, দুই মহানগরসহ ঢাকার ৩ জন এবং ময়মনসিংহ, কুমিল্লা ও রাজশাহীতে একজন করে রয়েছেন।
ঢাকা/সাইফ