ভারতের সঙ্গে সম্পর্ক আরো ভালো হবে : গওহর
এম এ মামুন || রাইজিংবিডি.কম
ড. গওহর রিজভী সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন (বাঁয়ে) ও জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের বৈঠকে মত বিনিময় করছেন
চুয়াডাঙ্গা প্রতিনিধি : প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, বিগত পাঁচ বছর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। এ সম্পর্ক ভবিষ্যতে আরো ভালো হবে।
তিনি মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বেলা সাড়ে ১১টায় তিনি চুয়াডাঙ্গার সীমান্তবর্তী শহর দর্শনায় আসেন এবং দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন পরিদর্শন করেন।
এখানে ঢাকা-কলকাতা চলাচলকারী মৈত্রী ট্রেনের সুবিধাদি বাড়ানোর ব্যাপারে নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর দর্শনা জয়নগর সীমান্তের আন্তর্জাতিক চেকপোস্টে যান। সেখান থেকে ভারতের গেঁদেয় যান।
সেখানে সীমান্তহাট বসানোর সম্ভাব্যতা যাচাই করেন এবং দর্শনা-গেঁদে রুটে বাংলাদেশ-ভারত ভ্রমণকারী পাসপোর্টধারী যাত্রীদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন। এরপর তিনি কেরু অ্যান্ড কোম্পানি (দর্শনা চিনিকল) পরিদর্শন করেন। এরপর দুপুরে তিনি মেহেরপুরের মুজিবনগরের উদ্দেশে দর্শনা ত্যাগ করেন।
এর আগে সকালে ড. রিজভী চুয়াডাঙ্গা সার্কিট হাউসে জেলার সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।
রাইজিংবিডি/২০ মে ২০১৪/এম এ মামুন/রিশিত/কমল কর্মকার
রাইজিংবিডি.কম