ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক মতিউর রহমান চৌধুরী অসুস্থ

শাহনেওয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ৩১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক মতিউর রহমান চৌধুরী অসুস্থ

নিজস্ব প্রতিবেদক : খ্যাতনামা সাংবাদিক মতিউর রহমান চৌধুরী গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয়েছে। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন।

মতিউর রহমান চৌধুরীর পরিবারের সদস্যরা জানান, তিনি গত বুধবার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরদিন তাঁকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ব্যাংকক পাঠানো হয়। শনিবার সকাল ৯টার দিকে তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ছাড়ে।

মতিউর রহমান চৌধুরী দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দৈনিক ইত্তেফাক, ভয়েস অব আমেরিকা(ভিওএ) রেডিও, অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ পত্রিকায় কাজ করেছেন। তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৬/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়