ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চেক প্রজাতন্ত্রে হাসপাতালে বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চেক প্রজাতন্ত্রে হাসপাতালে বন্দুক হামলা

চেক প্রজাতন্ত্রের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় ছয় জন নিহত হয়েছে। মঙ্গলবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর অস্ট্রভাতে এ ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম ভোজটেক জানিয়েছেন।

এর আগে পুলিশের মুখপাত্র পাভলা জিরোস্কোভা বলেছিলেন, ‘চার জন নিহত হয়েছে এবং দুজন গুরুতর আহত হয়েছে’।

তিনি জানান, হামলার পর সন্দেহভাজন হামলাকারী পালিয়ে গেছে। তাকে আটক করতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছে পুলিশ।

পুলিশ ওই হামলাকারীর ছবি টুইটারে প্রকাশ করেছে। এতে দেখা গেছে ছোট করে ছাটা চুলের এক ব্যক্তি লাল জ্যাকেট পরে আছেন। তার উচ্চতা পাঁচ দশমিক ৯ ফুট বলে জানিয়েছে চেক টিভি।

স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান হ্যামাচেক টুইটারে বলেছেন, ‘আজ সকাল ৭টার পর অস্ট্রাভা ফ্যাকাল্টি হাসপাতালে  বন্দুক হামলার খবর নিশ্চিত করছি আমি’।

স্থানীয় সংবাদমাধ্যম ডিএনইএস ডেইলি জানিয়েছে, হাসপাতালের ট্রমা বিভাগে এই হামলার ঘটনা ঘটেছে।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়