ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মসজিদ খুলে দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মসজিদ খুলে দিয়েছে ইরান

কিছু কিছু এলাকায় করোনা সংক্রমণ বাড়ার পরও সব মসজিদ খুলে দিয়েছে ইরান। একই সঙ্গে শনিবার থেকে দেশটির সরকারি কর্মকর্তারা তাদের দপ্তরে যাওয়া শুরু করেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া  ভাষণে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন,  করোনার কারণে জারি করা সরকারি নিষেধাজ্ঞা শিথিলের অংশ হিসেবে শপিংমলগুলো খোলার রাখার সময়ও বাড়ানো হয়েছে। এর আগে মলগুলো সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলার অনুমতি ছিল।

তিনি বলেছেন, ‘প্রাত্যহিক নামাজের জন্য দেশজুড়ে মসজিদের দরজাগুলো জনসাধারণের জন্য এখন খোলা।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিষেধাজ্ঞা শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিতে কঠোর নজরদারি করছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে বাস ও মেট্রো ট্রেনগুলোতে মাস্ক ব্যবহার না করলে কাউকে উঠতে দেওয়া হচ্ছে না।

সরকারের করোনাভাইরাস টাস্কফোর্সের প্রধান আলি রেজা জালি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে বলেছেন, রাজধানী তেহরানের পরিস্থিতি ‘এখনও অনুকূল নয়’। করোনা নিয়ন্ত্রণে সরকারের নির্দেশিত নিয়ম-কানুনগুলো মানার ওপর আরও কঠোর নজরদারি প্রয়োজন।

শুক্রবার পর্যন্ত ইরানে ১ লাখ ৪৬ হাজার ৬৬৮ জনের করোনা আক্রান্তের তথ্য রেকর্ড করা হয়েছে। এদের মধ্যে মারা গেছে ৭ হাজার ৬৭৭ জন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়