ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অনলাইনে ক্লাস করতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অনলাইনে ক্লাস করতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা

কেরালার মালাপ্পুরাম জেলায় গায়ে আগুন জ্বালিয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। অনলাইনে ক্লাস করতে না পারার ক্ষোভ থেকে মেয়েটি আত্মহত্যা করেছে বলে অভিযোগ তার বাবা-মায়ের।

লকডাউনের মধ্যে উপার্জন কমে যাওয়ার কথা উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যমকে মেয়েটির দিনমজুর বাবা বলেছেন, ‘ঘরে একটা টেলিভিশন আছে কিন্তু তা চলছিল না। সে আমাকে টিভি ঠিক করতে বলেছিল, কিন্তু আমি পারিনি। আমি জানি না কেন সে এরকম করলো। আমি তাকে বলেছিলাম বন্ধুর বাড়ি গিয়ে টিভি দেখতে।’

কয়েক সপ্তাহ আগে মেয়েটির মা একটি সন্তানের জন্ম দিয়েছেন। পুলিশের এক সিনিয়র কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, ‘পরিবারটি আর্থিকভাবে টানাপোড়েনের মধ্যে ছিল। মেয়েটির দুশ্চিন্তা ছিল যে সে আবার পড়ালেখা করতে পারবে কিনা কিংবা তার পড়ালেখায় হয়তো প্রভাব পড়বে। প্রাথমিকভাবে জানতে পেরেছি অনলাইন ক্লাস শুরুর পর টিভি দেখতে না পারায় খুব অস্থির ছিল সে।’

এই দুঃখজনক ঘটনা জেলা পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে কেরালা শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছেছে। করোনাভাইরাসে অচলাবস্থার কারণে ১ জুন থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষাবর্ষ শুরু করেছে দক্ষিণের রাজ্যটি। তবে প্রায় আড়াই লাখ শিক্ষার্থীর টিভি কিংবা ইন্টারনেটে প্রবেশাধিকার নেই।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়