ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যেভাবে টুইন টাওয়ারে হামলার আইডিয়া পান লাদেন

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ৩ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যেভাবে টুইন টাওয়ারে হামলার আইডিয়া পান লাদেন

আন্তর্জাতিক ডেস্ক : আল-কায়েদার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেন কোথা থেকে নিয়েছিলেন ৯/১১ হামলার আইডিয়া?

 

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে বিমান হামলা চালায় আল-কায়েদা। সে বিষয়ে এবার মুখ খুলেছে বিশ্বের শীর্ষ এই সন্ত্রাসী সংগঠন।

 

আল-কায়েদার সাপ্তাহিক পত্রিকা আল-মাসরাহ তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, মিশরের একজন পাইলট ১৯৯৯ সালে ইচ্ছাকৃতভাবে একটি  বিমান মহাসাগরে ডুবিয়ে দেন। ওই ঘটনায় মারা যায় ২১৭ জন আরোহী, যাদের মধ্যে ১০০ জন মার্কিন নাগরিক ছিল।

 

ওই পাইলটের নাম ছিল গামিল আল-বাতৌতি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে কায়রো আসার পথে আল-বাতৌতি বিমানটি ইচ্ছাকৃতভাবে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেন।

 

আল-বাতৌতির ওই ঘটনা থেকে ওসামা বিন লাদেন ধারণা নেন, বিমান দিয়ে হামলা করা যায়। বিমান দুর্ঘটনার কথা শোনার পর ওসামা নাকি বলেছিলেন, কেন সে (বাতৌতি) বিমানটি পাশের কোনো ভবনের ওপর ফেলল না। এরপর তিনি বিমান দিয়ে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করেন।

 

আল-কায়েদার সাময়িকী আল-মাসরাহতে ‘সেপ্টেম্বর ১১ হামলা- না বলা গল্প’ শিরোনামের একটি লেখায় এ কথা বলা হয়েছে।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলা নিয়ে নানা বিতর্ক রয়েছে। কিন্তু তারপরও আল-কায়েদার সাময়িকীতে হামলার বিষয়ে বিন লাদেনের পরিকল্পনা এটিই প্রমাণ করে, ওই হামলা আল-কায়েদাই করেছিল।

 

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৬/রাসেল পারভেজ/নওশের / এএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়