ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কসোভোর প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৬, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কসোভোর প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

করোনা আক্রান্ত হলেন দক্ষিণ-পূর্ব ইউরোপের মুসলিম প্রধান দেশ কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি।

রোববার (২ আগস্ট) তিনি নিজেই এ ঘোষণা দেন। তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে। 

নিজ ফেসবুক একাউন্ট থেকে দেওয়া এক পোষ্টে তিনি জানান, তিনি কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তবে সামান্য কাশি ছাড়া তার দেহে ভাইরাসটির গুরুতর কোনো উপসর্গ নেই।

আগামী দুই সপ্তাহ তিনি আইসোলেশনে থাকবেন। আর এই সময়ে বাড়ি থেকেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

দেশটিতে এ পর্যন্ত ৮, ৭৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২৪৯ প্রাণ হারিয়েছেন।

 

ঢাকা/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়