ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিক্ষায় বড় বিপর্যয় ঘটাচ্ছে করোনা: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শিক্ষায় বড় বিপর্যয় ঘটাচ্ছে করোনা: জাতিসংঘ মহাসচিব

ইতিহাসের শিক্ষাব্যবস্থায় সবচেয়ে বড় বিপর্যয় ঘটিয়ে চলছে করোনাভাইরাস। জুলাইয়ের মাঝামাঝি নাগাদ ১৬০টি দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রায় ১০০ কোটি শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়েছে। করোনা মহামারির কারণে স্কুল বন্ধ থাকায় বিশ্ব এক ‘প্রজন্মগত বিপর্যয়ের’ মুখে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।

মঙ্গলবার ভিডিও কনফারেন্সে জাতিসংঘের একটি অনুষ্ঠানে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব বলেছেন, শিক্ষার্থীদের নিরাপদে শ্রেণিকক্ষে ফিরিয়ে নেওয়াই হবে এখন ‘অন্যতম শীর্ষ অগ্রাধিকার’। লকডাউনের কারণে অন্তত চার কোটি শিশুর জীবন থেকে স্কুলপূর্ব সময় হারিয়ে গেছে।

তিনি বলেন, মহামারি শুরুর আগেই ২৫ কোটির বেশি শিশু স্কুল থেকে ঝরে পড়েছে। তবে উন্নয়নশীলে দেশের মাত্র চতুর্থাংশ শিক্ষার্থীর মৌলিক দক্ষতা অর্জিত হয়েছে।

গুতেরেস বলেন, ‘এখন আমরা প্রজন্মগত বিপর্যয়ের মুখোমুখি হয়েছি, যেটি না বলা মানবিক সম্ভাবনাকে নষ্ট করে দিতে  পারে, কয়েক দশকের প্রগতিকে নস্যাৎ করে দিতে পারে এবং সমাজে প্রোথিত অসম পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়