ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাকিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাকিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

পাকিস্তানে টানা তিন দিন ধরে বৃষ্টি ও হঠাৎ বন্যায় প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন দিনে বৃষ্টির কারণে উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ১৯ জন মানুষ মারা গেছে। এছাড়া দক্ষিণের সিন্ধু প্রদেশে ১২ জন, পাঞ্জাবে আট জন এবং গিলগিট বালতিস্তানের ১০ জনের মৃত্যু হয়েছে।

বৃষ্টির কারণে সিন্ধু প্রদেশের একটি প্রধান খালের পানিতে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। সেনা সদস্যরা প্রদেশটির একটি জেলায় বন্যাকবলিতদের উদ্ধার করেছে।

সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার সিন্ধু প্রদেশের দাদু জেলায় বন্যাকবলিত শতাধিক মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। 

প্রতি বছর মৌসুমী বৃষ্টিপাতে পাকিস্তানে বন্যা দেখা দেয়। সরকারের দুর্বল পরিকল্পনার কারণে অনেক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়