ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফ্রান্সে এক দিনে করোনায় আক্রান্ত সাড়ে ১০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২২, ১৮ সেপ্টেম্বর ২০২০  
ফ্রান্সে এক দিনে করোনায় আক্রান্ত সাড়ে ১০ হাজার

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১০ হাজার ৫৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এক দিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড এটি।

এর আগে গত ১২ সেপ্টেম্বর করোনায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছিল। ওই দিন ১০ হাজার ৫৬১ জন আক্রান্ত হয়।

বৃহস্পতিবার ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এখন করোনায় মোট আক্রান্তের সংখ্যা চার লাখ ১৫ হাজার ৪৮১ জন। ২৪ ঘণ্টায় আরও ৫০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ৩১ হাজার ৯৫ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্রান্সে করোনা শনাক্ত পরীক্ষার হার বাড়ানো হয়েছে। এর ফলে শনাক্তের সংখ্যাও বেশি হচ্ছে। ফরাসি সরকার কোভিড-১৯ শনাক্ত পরীক্ষা বিনামূল্যে করায় টেস্টিং সেন্টারগুলোতে ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়