ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্রাজিলে চীনের করোনার টিকার ট্রায়াল স্থগিত 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১০ নভেম্বর ২০২০  
ব্রাজিলে চীনের করোনার টিকার ট্রায়াল স্থগিত 

চীনের করোনার টিকার ট্রায়াল স্থগিত করেছে ব্রাজিল। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ টিকার ‘গুরুতর বিরূপ’ প্রতিক্রিয়ার বিষয়টি জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক আনভিসা জানিয়েছে, গত ২৯ অক্টোবর এই ঘটনা ঘটেছে। তবে এ সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

বিশ্বে যে কয়টি করোনার টিকা চূড়ান্ত ধাপের ট্রায়ালে রয়েছে তার অন্যতম চীনের সিনোভ্যাক বায়োটেকের টিকা।

সিনোভ্যাক জানিয়েছে, ‘টিকার নিরাপত্তার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী।’

বিশ্বের যে কয়টি দেশ করোনার ভয়াবহ প্রাদুর্ভাবের শিকার তার মধ্যে অন্যতম ব্রাজিল। দেশটির ৫৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্র ও ভারতের পরই ব্রাজিলের অবস্থান। এছাড়া দেশটিতে প্রায় এক লাখ ৬৩ হাজার ভাইরাস আক্রান্তের মৃত্যু হয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়