ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারতের হুমকি উপেক্ষা করে ফের কৃষকদের পাশে থাকার ঘোষণা ট্রুডোর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ৫ ডিসেম্বর ২০২০  
ভারতের হুমকি উপেক্ষা করে ফের কৃষকদের পাশে থাকার ঘোষণা ট্রুডোর

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভারতের হুমকিকে উপেক্ষা করে ফের সেদেশের আন্দোলনরত কৃষকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার তিনি সাফ জানিয়েছেন, কানাডা আন্দোলনের পাশে আছে ও থাকবে।

নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ভারতের হাজার হাজার কৃষক গত কয়েক দিন ধরে আন্দোলন করছে। সরকারের সঙ্গে কৃষকদের কয়েক দফা বৈঠকও হয়েছে। তবে সরকার আইন বাতিল না করার পক্ষে অবস্থান নিয়েছে। 

গত সপ্তাহে ভারতের এই কৃষক আন্দোলন নিয়ে জাস্টিন ট্রুডো বলেছিলেন, ‘পরিস্থিতি উদ্বেগজনক। আমরা সবাই তাদের পরিবার এবং বন্ধু-বান্ধবদের নিয়ে চিন্তিত।’

এতে ক্ষুব্ধ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার কানাডার হামকমিশনারকে তলব করে জানায়, এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এমন চলতে থাকলে দু’দেশের সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য।

তবে এরপরও শুক্রবার এক টুইটে ট্রুডো বলেছেন, ‘কানাডা সারা পৃথিবীজুড়েই সব শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছে ও থাকবে। আমরা আনন্দিত যে, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে সরকার উদ্যোগ নিচ্ছে।’

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়