ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জরুরি জলবায়ু অবস্থা ঘোষণার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ১২ ডিসেম্বর ২০২০  
জরুরি জলবায়ু অবস্থা ঘোষণার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জরুরি জলবায়ু অবস্থা ঘোষণার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শনিবার প্যারিস জলবায়ু চু্ক্তির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সম্মেলনে তিনি এ আহ্বান জানিয়েছেন।

মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে ধনী দেশগুলো নিম্নমাত্রার কার্বন জ্বালানির তুলনায় জীবাশ্ম জ্বালানিতে ৫০ শতাংশের বেশি নগদ অর্থ ব্যয়ের সমালোচনা করেছেন গুতেরেস।

জাতিসংঘ, যুক্তরাজ্য ও ফ্রান্সের আয়োজনে এই সম্মেলনে ৭০ জনেরও বেশি বিশ্বনেতার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

জাতিসংঘ মহাসচিব বলেছেন, ইতোমধ্যে ৩৮টি দেশ জরুরি জলবায়ু অবস্থা ঘোষণা করেছে। 

অন্যান্য বিশ্বনেতাকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, যখন কার্বন নিরপেক্ষতা অর্জিত হবে তখনই এই জরুরি অবস্থা শেষ হবে।

করোনা মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে যে অর্থ ব্যয় করা হচ্ছে তা ভবিস্যত প্রজন্মের কাছ থেকে ঋণ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন গুতেরেস।

তিনি বলেন, ‘একটি ভঙ্গুর গ্রহের ভবিষ্যত প্রজন্মের ওপর পর্বতপ্রমাণ ঋণের বোঝা চাপিয়ে দেবে যেই নীতিগুলো সেগুলোর জন্য আমরা এই সম্পদ ব্যবহার করতে পারি না।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়