ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সু চি আটকের পর মিয়ানমারে ইন্টারনেট সেবা ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৭:২০, ১ ফেব্রুয়ারি ২০২১
সু চি আটকের পর মিয়ানমারে ইন্টারনেট সেবা ব্যাহত

মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নেত্রী অং সান সু চিকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, সোমবার (১ ফেব্রুয়ারি) অং সান সু চি ও ক্ষমতাশীল পার্টির কয়েকজন নেতাকে আটকের পর থেকেই দেশটির প্রধান কয়েকটি শহরের ইন্টারনেট, মোবাইল ডাটা ও কিছু ফোন সার্ভিস বিচ্ছিন্ন করা হয়েছে।

আরো পড়ুন:

ইন্টারনেট মনিটরিং সার্ভিস নেটব্লকসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা থেকে মিয়ানমারের জাতীয় ইন্টারনেট সংযোগ ৭৫ শতাংশ ব্যাহত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,  মিয়ানমারের রাষ্ট্রীয় চ্যানেল এমআরটিভি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে এর সম্প্রচার বন্ধ রয়েছে।

মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে সেনাবাহিনী। একইসঙ্গে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত মায়াওয়াদ্দি টিভিতে সু চিকে আটকের ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়েছে, মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখতে এমন পদক্ষেপ জরুরি ছিল।

গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সু চির দলের সোমবার সংসদ আহ্বান করার কথা ছিল।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়