ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিলেন সু চি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০৭:২০, ২ ফেব্রুয়ারি ২০২১
সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিলেন সু চি

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পার্টি জানিয়েছে, তাদের নেতা অং সান সু চি জনগণকে এই সেনা অভ্যুত্থান মেনে না নিয়ে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনীর এই পদক্ষেপ দেশকে আবারো স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেওয়ার পদক্ষেপ।

বিবৃতিতে এনএলডি নেতা অং সান সু চির নাম উল্লেখ করে বলা হয়, ‘আমি জনগণকে এটি মেনে না নেওয়ার আহ্বান জানাচ্ছি। তাদের প্রতিক্রিয়া জানাতে এবং আন্তরিকভাবে এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ করার আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল এবং রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি ও ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করে।

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়