ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আর্জেন্টিনার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০০, ৪ এপ্রিল ২০২১  
আর্জেন্টিনার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার (৩ এপ্রিল) এক টুইট বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

টুইট বার্তায় তিনি লিখেন, ‘জ্বর ছিল, মাথা ব্যাথা ছিল। এরপর আজ আমি অ্যান্টিজেন টেস্ট করি। তাতে রেজাল্ট পজিটিভ আসে।’ 

গেল ৪৮ ঘণ্টায় তিনি যাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদের সাবধান থাকতে বলেছেন।

তিনি আরো জানিয়েছেন করোনা টেস্টের ফল পাওয়ার আগে থেকেই তিনি কোয়ারেন্টাইন আছেন। তার শারীরিক অবস্থা ভালো। এখন পর্যন্ত কোনো জটিলতা দেখা দেয়নি।

৬২ বছর বয়সী প্রেসিডেন্ট তার জন্মদিনে করোনা আক্রান্ত হওয়ার খবর পেলেন। তিনি গেল ২১ জানুয়ারি রাশিয়ার তৈরি স্পূটনিক টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়