ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুই ডোজ টিকা নিলে হাসপাতালে ভর্তির ঝুঁকি ৯৪ শতাংশ কম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ২৯ এপ্রিল ২০২১  
দুই ডোজ টিকা নিলে হাসপাতালে ভর্তির ঝুঁকি ৯৪ শতাংশ কম

করোনার দুই ডোজ টিকা নেওয়া ৬৫ বছর বা তার বেশি বয়সিরা পরবর্তীকালে আক্রান্ত হলেও তাদের হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৯৪ শতাংশ কম। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মরবিডিটি অ্যান্ড মর্টালিটি উইকলি রিপোর্টে বলা হয়েছে, ফাইজার কিংবা মডার্নার টিকার দুই ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর হাসপাতালে নেওয়ার ঝুঁকি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক রচেল ওয়ালেনস্কি এক বিবৃতিতে বলেছেন, ‘পরীক্ষার ফল আমাদের অনেক আশাব্যঞ্জক এবং ৬৫ বছর বা তার বেশি বয়সের যে দুই তৃতীয়াংশ মানুষকে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে তাদের জন্য এটি সুসংবাদ।’

সম্প্র্রতি ইসরায়েল পরিচালিত এক গবেষণায়ও প্রায় একই রকম ফল এসেছিল। তবে এতে কেবল ফাইজারের টিকার কার্যকারিতা সম্পর্কে বলা হয়েছিল। নতুন গবেষণায় বলা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সিদের কেউ টিকার একটি ডোজ নিলেও তাদের হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৬৪ শতাংশ কম।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়