ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

উইঘুর মুসলমানদের নিয়ে জাতিসংঘের আয়োজন ভন্ডুলের চেষ্টা চীনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৮ মে ২০২১  
উইঘুর মুসলমানদের নিয়ে জাতিসংঘের আয়োজন ভন্ডুলের চেষ্টা চীনের

শিনজিয়াংয়ের উইঘুর মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের দমন-পীড়নের বিষয়ে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আয়োজিত আগামী সপ্তাহের একটি অনুষ্ঠানে অংশ না নেওয়ার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলিকে অনুরোধ জানিয়েছে চীন। এ বিষয়ে পাওয়া একটি নোটের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ওই নোটে চীনের জাতিসংঘ মিশন বলেছে, ‘এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অনুষ্ঠান। আমরা আপনার মিশনকে চীনবিরোধী এই আয়োজনে অংশ না নেওয়ার জন্য অনুরোধ করছি।’

ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়া ও কানাডার পাশাপাশি বেশ কয়েকটি ইউরোপীয় দেশ অংশ নিচ্ছে। 

চীনের অভিযোগ অনুষ্ঠানের আয়োজকরা ‘শিনজিয়াংয়ের মতো চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, বিভাজন ও অশান্তি তৈরি করতে এবং চীনের উন্নয়নকে ব্যাহত করতে রাজনৈতিক অস্ত্র হিসাবে মানবাধিকার ইস্যুকে ব্যবহার করছে। তারা চীনের বিরুদ্ধে উস্কানি দিতে অভ্যস্ত।’

চীনা মিশন বলেছে, ‘উস্কানিমূলক ঘটনা কেবল আরও সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।’

আগামী বুধবার জাতিসংঘের একটি ভাচুর্য়াল আয়োজনে বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও ব্রিটেনের রাষ্ট্রদূতরা। এতে আরও যোগ দেবেন হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহি পরিচালক কেন রথ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। 

অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বলা হয়েছে, ‘শিনজিয়াংয়ের জাতিগত তুর্কি সম্প্রদায়ের জনগোষ্ঠীর মানবাধিকারের জন্য কিভাবে জাতিসংঘ ব্যবস্থা, সদস্য দেশ এবং নাগরিক সমাজ সহযোগিতা ও সমর্থন করতে পারে তা আলোচনা করা হবে।’


 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়