ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ম্যাঁক্রোকে চড় মারার শাস্তি ৪ মাসের জেল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ১০ জুন ২০২১   আপডেট: ২৩:০০, ১০ জুন ২০২১
ম্যাঁক্রোকে চড় মারার শাস্তি ৪ মাসের জেল

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে চড় মারার অভিযোগে এক ব্যক্তিকে চার মাসের জেল দিয়েছে আদালত। বৃহস্পতিবার তাকে এ দণ্ড দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি।

মঙ্গলবার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় ড্যামিয়েন টারেলে নামের ২৮ বছরের এক তরুণ ম্যাঁক্রোর গালে চড় বসিয়ে দেয়। ওই সময় প্রেসিডেন্টের দেহরক্ষীরা তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে টারেল জানিয়েছে, সে বেকার এবং ডানপন্থিদের সমর্থক।

আদালতে টারেল জানিয়েছেন, ড্রোম এলাকায় প্রেসিডেন্টের সফরের সময় সে তাকে লক্ষ্য করে ডিম কিংবা ক্রিম ছুঁড়ে মারার কথা ভেবেছিল। তবে তাকে চড় মারার বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল না।

তিনি বলেছেন, ‘আমি মনে করি, আমাদের দেশের পতনের স্পষ্ট প্রতিচ্ছবি হচ্ছে ম্যাক্রন। আমি যদি সূর্যোদয়ের সময় তাকে কুস্তির জন্য চ্যালেঞ্জ জানাতাম, আমার সন্দেহ যে, সে তার কোনো জবাবই দিতো না।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়