ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইরানের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন ইব্রাহিম রায়িসি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১৯ জুন ২০২১   আপডেট: ১৩:১৫, ১৯ জুন ২০২১
ইরানের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন ইব্রাহিম রায়িসি

ইব্রাহিম রায়িসি (ফাইল ছবি)

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা এখনো চলছে। কিন্তু ফলাফল কি হতে যাচ্ছে সেটা অনুমিত হয়ে গেছে। প্রেসিডেন্ট পদে বিজয়ী হিসেবে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন পাচ্ছেন কট্টরপন্থী ইব্রাহিম রায়িসি।

শুক্রবার (১৮ জুন) ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

নির্বাচনে সম্ভাব্য বিজয়ের পথে রয়েছেন বিচারক ইব্রাহিম রায়িসি। মার্কিন যুক্তরাষ্ট্র অনেক আগে থেকেই কট্টরপন্থী এই বিচারকের ওপর তাদের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। ইরানে এখন চরম অর্থনৈতিক মন্দা চলছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম চড়া। মুদ্রার মান পড়ে গেছে। চাকরির বাজারও সঙ্কুচিত। সার্বিক অর্থনীতির অবস্থা শোচনীয় পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের ভোটদানে তেমন আগ্রহ দেখা যায়নি।

শুক্রবার তেহরানে নিজের ভোট দেওয়ার পর ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রায়িসি জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘আমি সব রাজনীতিক মতাদর্শের লোকজনকে আমাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।’

ইরান টিভিতে বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানি কারও নাম উল্লেখ না করে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘জনগণের প্রেসিডেন্টকে স্বাগতম।’

বিদায়ী প্রেসিডেন্ট আরও বলেন, ‘এখন পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তাই আমি আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাতে একটু সময় নিচ্ছি।’

নির্বাচনে অন্যতম প্রার্থী ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান আব্দলনাসের হেমাতি এক চিঠিতে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি আশা করছি সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খোমেনির নেতৃত্বে আপনার সরকার দেশে শান্তি ও উন্নয়ন নিয়ে আসবে।’

ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ৪ জন প্রার্থী ছিলেন। এরা হলেন— ইরানের প্রধান বিচারপতি ইব্রাহিম রায়িসি (৬০), সাবেক সাংবাদিক ও মধ্যপন্থী নেতা আব্দলনাসের হেমাতি (৬৪), ইরানের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান মহসীন রেজাই (৬৬) ও রক্ষণশীল ঘরনার চিকিৎসক নেতা আমির হোসেন ঘাজিজাদ্দে হাশেমি (৫০)।
 

ঢাকা/এমএম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়