ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শনিবার আফগানিস্তান ছাড়ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ২৮ আগস্ট ২০২১  
শনিবার আফগানিস্তান ছাড়ছে যুক্তরাজ্য

শনিবারই আফগানিস্তানের মাটি ছাড়ছে যুক্তরাজ্য। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল নিক কার্টার এ তথ্য জানিয়েছেন।

তবে গত ২০ বছরে ব্রিটিশ সেনাদের সঙ্গে কাজ করা শত শত আফগানকে ঝুঁকির মুখে ফেলে রেখে যাচ্ছে যুক্তরাজ্য ।

এর আগে শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছিলেন, আফগানিস্তানের নাগরিকদের ফিরিয়ে আনা পর্ব শেষ করার চূড়ান্ত মুহূর্তে প্রবেশ করেছে ব্রিটেন। ইতোমধ্যে যারা কাবুল বিমানবন্দরে রয়েছে কেবল তাদেরকেই ফিরিয়ে আনা হবে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ালেস বলেছেন, ‘আমাদের কিছু বেসামরিক ফ্লাইট আছে, কিন্তু এখন তা খুবই কম। আমরা ফিরিয়ে আনার শেষ প্রান্তে পৌঁছেছি, যা আজকাল চলবে। এবং তারপর বাকী ফ্লাইটগুলোতে আমাদের সেনাদের বের করে আনা প্রয়োজন হবে।’

তিনি জানিয়েছেন, ব্রিটেনের সঙ্গে কাজ করা ৮০০ থেকে ১ হাজার ১০০ আফগানকে হয়তো ফিরিয়ে আনা যাবে না। 

শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, গত দুই সপ্তাহে ১৪ হাজার ৫০০ এর বেশি আফগান ও ব্রিটিশ নাগরিককে কাবুল থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আফগান রিলোকেশনস অ্যান্ড অ্যাসিসট্যান্স নীতির আওতায় যোগ্য হওয়ার পরও বহু আফগানকে অরক্ষিত অবস্থায় দেশে ফেলে আসছে ব্রিটেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় যে ৮০০ থেকে ১ হাজার ১০০ এর তথ্য দিয়েছে বাস্তব সংখ্যা এরচেয়েও বেশি।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়