ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাবুলে ড্রোন হামলায় নিহতদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ১৬ অক্টোবর ২০২১   আপডেট: ১৪:১৯, ১৬ অক্টোবর ২০২১
কাবুলে ড্রোন হামলায় নিহতদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন হামলায় শিশুসহ নিরীহ ১০ আফগান নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিহতদের স্বজনদের আর্থিক ক্ষতিপূরণ দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।

শনিবার (১৬ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিহতদের স্বজনদের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয় তবে নিহতদের স্বজনরা ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করেন। ২৯ আগস্ট কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এক দিন আগে ওই ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে একজন ত্রাণ সহায়তাকর্মী ও তার পরিবারের নয় সদস্য প্রাণ হারান। এর মধ্যে সাতজনই শিশু।

মার্কির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি উঠে আসে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি কলিন কাহলও আফগানিস্তানে সহায়তাকারী প্রতিষ্ঠানের প্রধান স্টিভেন কোওনের এক বৈঠকের পর।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সেক্রেটারি লয়েড অস্টিন এ ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং তিনি ক্ষমাও চেয়েছেন। তিনি জানান, এই পরিবারের বেঁচে থাকা সদস্যদের যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত করতে সাহায্য করার জন্যও কাজ করা হচ্ছে।

ঢাকা/সারা/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়