ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিশুদের ওপর ফাইজারের টিকা ৯০ শতাংশ কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ২২ অক্টোবর ২০২১  
শিশুদের ওপর ফাইজারের টিকা ৯০ শতাংশ কার্যকর

শিশুদের জন্য উন্নয়ন করা ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ৯০ দশমিক ৭ শতাংশ কার্যকর। পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার এক বিবৃতিতে ফাইজার এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনে দেওয়া ট্রায়ালের নথিতে দেখা গেছে, ট্রায়ালে অংশগ্রহণকারী ২ হাজার ২৬৮ জনকে টিকা দেওয়া হয়েছিল।পাঁচ থেকে ১১ বছর বয়স শিশুদের ১০ মিলিগ্রামের দুই ডোজ টিকা দেওয়া হয়। তাতে টিকার ৯০ শতাংশের বেশি কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে।

গত মাসে ফাইজার-বায়োএনটেক জানিয়েছিল, তাদের টিকা শিশুদের মধ্যে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। 

ফাইজারের এই টিকা শিশুদের দেওয়ার ব্যাপারে মঙ্গলবার বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের কর্মকর্তারা। ফাইজারের দেওয়া প্রমাণপত্রের ওপর পর্যালোচনা শুক্রবার সংস্থাটি প্রকাশ করবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়