ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাকিস্তানে একে-৪৭ রাইফেল নিয়ে পুলিশের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ২৭ অক্টোবর ২০২১  
পাকিস্তানে একে-৪৭ রাইফেল নিয়ে পুলিশের ওপর হামলা

পাকিস্তানে পুলিশের ওপর একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-লাব্বাইকের (টিএলপি) বিক্ষোভকারীরা। বুধবার দেশটির পুলিশ ও টিএলপি এ তথ্য জানিয়েছে।

পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানিয়েছেন, লাহোরের শেইখুপুরা মহাসড়কে টিএলপি বিক্ষোভ মিছিল করছিল। এ সময় পুলিশ তাদের বাধা দিলে দু’পক্ষের সংঘর্ষ বেধে যায়। টিএলপির কর্মীরা এসএমজি, একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে কয়েক পুলিশ সদস্য নিহত হয়।

সংঘর্ষে কত জন নিহত হয়েছে সেই সংখ্যা জানাননি ওই মুখপাত্র। তবে ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

টিএলপি জানিয়েছে, তাদের বেশ কয়েক জন কর্মী নিহত হয়েছে।

গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবিতে গত শুক্রবার পাকিস্তানের ব্যস্ততম মহাসড়ক অবরুদ্ধ করেছিল টিএলপির কর্মীরা। সরকারের সঙ্গে সমঝোতা ব্যর্থ হওয়ায় বুধবার তারা ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাত্রা শুরু করে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়