ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওমিক্রনের বিরুদ্ধে ফাইজারের তিন ডোজের টিকা কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ৮ ডিসেম্বর ২০২১  
ওমিক্রনের বিরুদ্ধে ফাইজারের তিন ডোজের টিকা কার্যকর

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের তিন ডোজের টিকা কার্যকর। বুধবার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

টিকা উৎপাদনকারীদের মধ্যে ফাইজার-বায়োএনটেকই প্রথম যারা ওমিক্রনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে সর্বশেষ তথ্য সরবরাহ করলো।

যুক্তরাষ্ট্র ও জার্মানির প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, তাদের দুই ডোজ টিকা উল্লেখযোগ্য কম হারে অ্যান্টিবডি সক্রিয় করছে। তবে তৃতীয় ডোজটি অ্যান্টিবডির পরিমাণ বাড়িয়ে দেয়। ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে এমন ব্যক্তিদের দেহে তৃতীয় ডোজ দেওয়ার প্রায় এক মাস পর সংগৃহীত রক্তের নমুনায় বিষয়টি দেখা গেছে।

এক বিবৃতিতে ফাইজারের প্রধান আলবার্ট বোরলা বলেছেন, ‘যতো বেশি সম্ভব মানুষকে দুই ডোজ সিরিজের টিকা দেওয়া নিশ্চিত করা এবং একটি বুস্টার ডোজ দেওয়া হলে তা হবে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে সেরা পন্থা।’
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়