ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিংবদন্তি হিসেবেই লতাকে মনে রাখবে আগামী প্রজন্ম: মোদি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ৬ ফেব্রুয়ারি ২০২২  
কিংবদন্তি হিসেবেই লতাকে মনে রাখবে আগামী প্রজন্ম: মোদি

লতা মঙ্গেশকর। ছবি: আনন্দবাজার

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই। রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া মৃত্যুর বিষয়টি জানিয়েছে।

এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে ভারত, এমনকি বাংলাদেশের বিভিন্ন মহলে। লতার মৃত্যুতে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শোক প্রকাশ করছেন রাজনীতিবিদ, খেলোয়াড় থেকে শুরু করে নানা জগতের মানুষ।

আরো পড়ুন:

শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আমি ভাষা হারিয়েছি। অত্যন্ত দয়ালু ও আজরের লতাদিদি আমাদের ছেড়ে চলে গেলেন।

টুইট বার্তায় তিনি আর বলেন, তার চলে যাওয়া এমন এক শূন্যতা তৈরি করল, যা কখনওই পূরণ হওয়ার নয়। ভারতীয় সংস্কৃতির একজন কিংবদন্তি হিসেবেই লতা মঙ্গেশকরকে মনে রাখবে আগামী প্রজন্ম। যার সুরেলা কণ্ঠ প্রজন্মের পর প্রজন্মকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে।

মৃত্যুর খবর পাওয়ার পরই একের পর এক টুইট করেন মোদি। এদিকে, লতা মঙ্গেশকরের মৃত্যুতে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে লতা মঙ্গেশকরের শেষকৃত্য।

আরও পড়ুন

লতা মঙ্গেশকর আর নেই

সুরের ঝরনাধারা

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়