ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বন্দুক হামলায় ইরানের বিপ্লবী গার্ডের সদস্য নিহত

ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৩, ২৩ মে ২০২২   আপডেট: ০১:৪১, ২৩ মে ২০২২
বন্দুক হামলায় ইরানের বিপ্লবী গার্ডের সদস্য নিহত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক সদস্যকে দেশটির রাজধানী তেহরানে গুলি হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। খবর আল-জাজিরার।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, স্থানীয় সময় রোববার বিকেলের দিকে দুই মোটরসাইকেল আরোহী গুলি ছুঁড়লে এ হত্যাকাণ্ড ঘটে।

আল জাজিরার সংবাদাতা আলি হাসেম জানিয়েছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) রোববার এক বিবৃতি জারি করেছে। ওই বিবৃতিতে বলা হয়, তাদের সদস্য হাসান সায়েদ খোদায়ারিকে রেভল্যুশনের শত্রুরা হত্যা করেছে।

আলি হাসেম জানান, খোদায়ারি কুদস ফোর্সের একজন সদস্য ছিলেন এবং এর আগে তিনি সিরিয়ায় কাজ করেছেন।

আইআরএনএর মতে, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে পাঁচটি গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়।

ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা আইআরজিসি আরও জানিয়েছে নিহত ওই সদস্য একজন কর্নেল ছিলেন।

ঢাকা/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়