ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিঙ্গাপুর যেতে প্রাইভেট জেটের অপেক্ষায় গোতাবায়া

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ১৪ জুলাই ২০২২   আপডেট: ১০:৪৪, ১৪ জুলাই ২০২২
সিঙ্গাপুর যেতে প্রাইভেট জেটের অপেক্ষায় গোতাবায়া

গোতাবায়া রাজাপাকসে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এখনও মালদ্বীপেই অবস্থান করছেন। নির্ধারিত একটি ফ্লাইটে তার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিলো। কিন্তু নিরাপত্তার কারণে তিনি ওই বিমানে আরোহণ করেননি। এখন সিঙ্গাপুর যেতে প্রাইভেট জেটের অপেক্ষায় আছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বুধবার রাতে মালদ্বীপের রাজধানী থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৩৭ বিমানে চড়ে স্ত্রীসহ সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিলো পলাতক প্রেসিডেন্ট গোতাবায়ার। কিন্তু নিরাপত্তার কারণে তারা যেতে পারেননি। এখন ব্যক্তিগত বিমান ভাড়া করার জন্য আলোচনা চলছে।

ভয়াবহ আর্থিক সংকটের কারণে বিক্ষোভে উত্তাল হয়ে আছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বিক্ষোভের মুখে বাধ্য হয়ে দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে মালদ্বীপেও বিক্ষোভের মুখে পড়েন তিনি। বিক্ষুব্ধ জনগণ তাকে নিরাপদ আশ্রয় প্রদান না করার আহ্বান জানান।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়