ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তালেবানের সঙ্গে ইরানের সীমান্তরক্ষীদের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ৩১ জুলাই ২০২২  
তালেবানের সঙ্গে ইরানের সীমান্তরক্ষীদের সংঘর্ষ

আফগানিস্তানের তালেবান বাহিনীর সঙ্গে ইরানি সীমান্তরক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার এই সংঘর্ষে তালেবানের এক জন কর্মকর্তা নিহত হয়েছে। আফগানিস্তানের নিমরোজ প্রদেশ এবং ইরানের হিরমান্দ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

এ ঘটনার জন্য দুই দেশ পরস্পরকে দোষারোপ করছে।

এক বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে সীমান্তে ইরানিদের সঙ্গে তাদের বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।

নিমরোজ পুলিশের মুখপাত্র বাহরাম হকমাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমাদের একজন নিহত ও একজন আহত হয়েছে।’

ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশের হিরমান্দের কর্মকর্তা মায়সাম বারাজান্দেহকে উদ্ধৃত করে বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ইরানের পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইরানি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, তালেবান বাহিনী ‘আফগান অঞ্চল নয় এমন একটি এলাকায় তাদের পতাকা উত্তোলনের চেষ্টার পরে’ সংঘর্ষ শুরু হয়। বন্দুকযুদ্ধটি কয়েক মিনিট স্থায়ী হয়েছিল।

মায়সাম বারাজান্দেহ বলেছেন, ‘আমাদের বাহিনী প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখিয়েছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়