ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাপানে টাইফুনের আঘাত, মৃত ২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২৪ সেপ্টেম্বর ২০২২  
জাপানে টাইফুনের আঘাত, মৃত ২

জাপানে প্রবল বৃষ্টি ও তীব্র বাতাসের বেগ দিয়ে আঘাত হেনেছে টাইফুন। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েক হাজার পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে।

টাইফুনটি রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত শিজুওকা শহর আঘাত হেনেছ। বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত ৪১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে।

টাইফুন তালাসের কেন্দ্রস্থলে বাতাসের বেগ ছিল ঘণ্টাঅয় প্রায় ৬৫ কিলোমিটার। এটি আঘাত হানার সময় প্রায় ৯০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইছিল।

কিয়োডো জানিয়েছে, ৪০ বছর বয়সী একজন ব্যক্তি ভূমিধসে মারা গেছে এবং ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে তার গাড়িসহ একটি জলাধারে মৃত অবস্থায় পাওয়া গেছে।

চুবু ইলেকট্রিক পাওয়ার গ্রিড কোম্পানি জানিয়েছে, প্রায় এক লাখ ২০ হাজার পরিবার বিদ্যুৎও সংযোগ বিহিনী অবস্থায় রয়েছে। ভূমিধসের কারণে দুটি বিদ্যুতের পাইলন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়