ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ২৫ অক্টোবর ২০২২   আপডেট: ০৯:২৪, ২৫ অক্টোবর ২০২২
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে সন্দেহভাজনসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। 

সোমবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টায় বন্দুকধারী সেন্ট লুইসের সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাইস্কুলে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

বিবিসি জানায়, স্কুল ভবনের দরজা তালাবদ্ধ ছিলো। তবে সন্দেহভাজন কীভাবে প্রবেশ করেছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, গুলি চালানোর সময় বন্দুকধারীর অস্ত্রটি আটকে যাওয়ায় অনেকে প্রাণে বেঁচে যান। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ১৯ বছর বয়সী ওই স্কুলেরই সাবেক ছাত্র। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় তিনি মারা যান।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলটিতে প্রায় ৪০০ শিক্ষার্থী রয়েছে। কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি।

শহরের পুলিশ কমিশনার মাইকেল স্যাকের বলেছেন, বন্দুকধারী সঙ্গে প্রায় এক ডজন উচ্চ-ক্ষমতার ম্যাগাজিন ছিল। তাকে থামানো না গেলে আরও খারাপ হতে পারতো। এটি আমাদের সবার জন্য একটি হৃদয় বিদারক দিন। 

সূত্র: বিবিসি

/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়