ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নেতানিয়াহু
ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এর ফলে দেশটি এবার সবচেয়ে ডানপন্থী ও ধর্মীয়ভাবে চরম রক্ষণশীল সরকার পাচ্ছে।
বৃহস্পতিবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নতুন সরকারের প্রতি আস্থা ভোট পাশ হওয়ার পর নেতানিয়াহু শপথ নেন। পার্লামেন্টের ১২০ জন সদস্যের মধ্যে ৬৩ জন নতুন সরকারের পক্ষে, ৫৪ জন বিপক্ষে ভোট দিয়েছেন।
ক্ষমতায় নেতানিয়াহুর এই প্রত্যাবর্তন ফিলিস্তিনিদের পাশাপাশি বামপন্থী ইসরায়েলিদের মধ্যে ভয়ের জন্ম দিয়েছে। ৭৩ বছর বয়সী নেতানিয়াহু ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।
শপথের পর নেতানিয়াহু পার্লামেন্টে বলেছেন, ‘আরব-ইসরায়েল সংঘাতের’ অবসান তার সর্বোচ্চ অগ্রাধিকার হবে, সেইসাথে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং ইসরায়েলের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা তার সরকারের লক্ষ্য হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলেছে, ‘এই সরকার গঠন আগের যেকোনো সরকারের চেয়ে অনেকটাই আলাদা। এটি সবচেয়ে বেশি রক্ষণশীল, অতি ইহুদি, অতি-জাতীয়তাবাদী জোট।’
ঢাকা/শাহেদ