ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফগানিস্তানে তীব্র শীতে ১২৪ জনের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ২৪ জানুয়ারি ২০২৩   আপডেট: ২১:৩৫, ২৪ জানুয়ারি ২০২৩
আফগানিস্তানে তীব্র শীতে ১২৪ জনের মৃত্যু 

গত ১৫ দিনে আফগানিস্তানে তীব্র শীতে অন্তত ১২৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এক দশকের সবচেয়ে তীব্র শীতে প্রায় ৭০ হাজার গবাদি পশুও মারা গেছে।

আরো পড়ুন:

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী মোল্লা মোহাম্মদ আব্বাস আখুন্দ বিবিসিকে বলেছেন, আফগানিস্তানের অনেক এলাকা এখন তুষারপাতের কারণে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধারের জন্য সামরিক হেলিকপ্টার পাঠানো হয়েছিল। কিন্তু হেলিকপ্টার পাহাড়ি অঞ্চলে অবতরণ করতে পারেনি।

মোল্লা আখুন্দ বলেন, ‘যারা ঠান্ডায় প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই রাখাল বা গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষ। তাদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ ছিল না। যারা এখনও পার্বত্য অঞ্চলে বসবাস করছেন আমরা তাদের নিয়ে উদ্বিগ্ন। পাহাড়ের মধ্য দিয়ে যাওয়া বেশিরভাগ রাস্তা তুষারপাতের কারণে বন্ধ হয়ে গেছে। গাড়ি সেখানে আটকে গেছে এবং যাত্রীরা হিমায়িত তাপমাত্রায় মারা গেছে।’

আফগান নারীদের বেসরকারি সংস্থায় কাজ করা নিষিদ্ধ করার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনেক সাহায্য সংস্থা দেশটিতে তাদের কার্যক্রম স্থগিত করেছে। তবে তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্যোগের পরও তাদের নীতিতে কোনও পরিবর্তন হবে না।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়