ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রতিনিধি পরিষদের স্পিকারের পদ হারালেন ম্যাকার্থি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ৪ অক্টোবর ২০২৩  
প্রতিনিধি পরিষদের স্পিকারের পদ হারালেন ম্যাকার্থি

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি পদচ্যুত হয়েছেন। 

স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে প্রতিনিধি পরিষদে নিজ দল রিপাবলিকান পার্টির অনাস্থা ভোটে স্পিকারের পদ হারান ম্যাকার্থি। যুক্তরাষ্ট্রে পার্লামেন্টের ইতিহাসে স্পিকারকে পদচ্যুত করার ঘটনা এটাই প্রথম।

প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে ম্যাকার্থি ২১৬-২১০ ভোটে হেরে যান। সরকারি সংস্থাকে অর্থায়নের জন্য ডেমোক্র্যাটদের সঙ্গে একটি চুক্তি করার পরে রিপাবলিকান পার্টির কট্টরপন্থীরা তার বিরুদ্ধে ভোট দেয়।

এর আগে, সোমবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব উত্থাপন করেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার হাউসে ভোট অনুষ্ঠিত হয়। এই ভোটে কেভিন ম্যাকার্থিকে সরানোর জন্য ভোট দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির ২০৮ জন সদস্য। বাকি আটজন ম্যাকার্থির নিজ দল রিপাবলিকান পার্টির।

ফিরোজ/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়